Dhaka , Sunday, 8 September 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাভার আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫ জন।। চাঁপাইনবাবগঞ্জ -৫৩ বিজিবি- অভিযানে  ২ জন আসামীসহ ১৫৯ বোতল  ফেন্সিডিল ও ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক।। সেই গুলি বিদ্ধ অব্দুল্লা আল কাফি মিঠুর চিকিৎসার দায়িত্ব নিলেন  ডাঃ রাজন।। কালিয়াকৈরে শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা।। রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা- শিশু সন্তানকে কুপিয়ে যখম।। বিলমাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে মাসুদ সভাপতি মোমিন সম্পাদক  নির্বাচিত।। নোয়াখালীর কবিরহাটে ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত।। বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্মহত্যা।। গাজী লাশের রাজনীতি করেছে আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া।। হোমনায়  চাঞ্চল্যকর ৩ খুনের আসামী আক্তার  আটক।। সিলেট এমএজি ওসমানী  হাসপাতালে সিনিয়র নার্সিং অফিসার নজরুল ইসলাম বাবুলের বিদায় সংবর্ধনা।। বামনডাঙ্গা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিয়ে অবরোধ।। বিতর্ক সৃষ্টি হয় এরূপ কোন কর্মে হাত দেওয়া হবে না- ধর্ম উপদেষ্টা।। সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে- এরশাদ উল্লাহ।। বরিশালে শুরু হয়েছে অসমাপ্ত সড়ক ব্রীজের কাজ- মান নিয়ে সন্তুষ্টি এলাকাবাসীর।। ঠাকুরগাঁওয়ে কৃষকদলের বর্ধিত সভা- তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি।। চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।। রূপগঞ্জে মাদক- সস্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির সভা- বিক্ষোভ।। রাজাপুরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।। গণধিকার পরিষদের আলোচনা সভা ও আনন্দ মিছিল।। রামগঞ্জ শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উপহার সামগ্রী বিতরণ।। ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা- আহত-৪।। ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা।। দূর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের প্রতিবাদ।। রূপগঞ্জে গাজী টায়ারে ফের আগুন দিয়ে লুটপাট দুর্বৃত্তদের।। রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনের হামলা- ৮ জনকে কুপিয়ে জখম।। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আওয়ামী লীগ ও দুর্নীতিবাজ মুক্ত করতে হবে।। মাদকমুক্ত বাংলাদেশ  চাই।। রামগঞ্জে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু।। লক্ষ্মীপুরে বন্যায় প্রাথমিকের  ৫১৭টি সহ ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত।।

বিপ্লবের মুষ্টি ছেড়ে রং তুলির আঁচড়ে দেয়াল সাজাচ্ছে রাজাপুরের শিক্ষার্থীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:09:03 am, Sunday, 1 September 2024
  • 9 বার পড়া হয়েছে

বিপ্লবের মুষ্টি ছেড়ে রং তুলির আঁচড়ে দেয়াল সাজাচ্ছে রাজাপুরের শিক্ষার্থীরা।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

   

গণঅভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন শিক্ষার্থীরা। এখন তারা দেশ মেরামতের কাজ করছেন তরুণরা। তাদের হাতেই নতুন করে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপ্লবের মুষ্টি ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং-তুলি, বাদ যাচ্ছে না ঝালকাঠিতেও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, দুর্নীতি প্রতিরোধ, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। ঝালকাঠির বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের অগোছালো দেয়ালগুলো নতুন করে সাজাচ্ছেন।

 

শনিবার বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার থানার সামনে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের এলাকায় রং-তুলির আঁচড়ে রাঙিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা স্বস্ব উদ্যোগে স্বেচ্ছাচারিতায় অংশ নেয়। কলম ধরা হাতে রং তুলির আলপনায় প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজাপুরের ভালোবাসার রাজাপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের অর্থায়নে রং তুলি কিনে তারা গ্রাফিতি ও দেয়াল লিখছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা, অন্য হাতে তুলি। শরীর বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবু চোখে-মুখে উচ্ছ্বাস তাদের।

দেখা গেছে, অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নিল, হলুদসহ নানা রঙে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি। তাদের সাহায্য করছেন অন্য শিক্ষার্থীরা, কেউ বসে নেই। শিক্ষার্থীদের এমন নান্দনিক কাজে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োঃবৃদ্ধদের।

 

বিভিন্ন রংয়ের মিশ্রণে দেয়ালে ফুটে উঠেছে প্রতীকী প্রতিবাদী বাক্যে- বল বীর চির উন্নত মম শির- কারারঐ লৌহকপাট ভেঙ্গে ফেল- মেধার বিজয় নতুন দেশ গড়ি- পূর্ব দিগন্তে সূর্য উঠেছে- ছাত্র সমাজ- বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর- কলম তরবারির চেয়েও শক্তিশালী- সংঘাত নয় সম্প্রতির বাংলাদেশ চাই- রাজনৈতিক ধর্মীয় জাতিগত সহিংসতা পরিহার করুন শান্তি সম্প্রতির বাংলাদেশ গড়ি- রেমিট্যান্স যোদ্ধা আমরা তোমাদের ভুলবো নাসহ নানা লেখা।

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বলেন- সবাই যেন ধর্মীয় দিক থেকে উগ্রমানসিকতা বাদ দেয়। যার যার ধর্ম, তাকে তার ধর্মের অধিকার নিয়ে বাঁচতে দেওয়া হোক। কোনো ধর্মের মানুষ যেন তার ধর্ম পালনে বাধাগ্রস্থ বা বিপদগ্রস্ত না হয়। এ রকম বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলেছি। আমি অনেক সন্তুষ্ট এ সব নিয়ে কাজ করতে পেরে। এ দেয়ালিকার মাধ্যমে যদি সবাই বিষয়টা বুঝতে পারে- তাতেই আমরা স্বার্থক।

 

দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে দেয়াল লিখনে বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবি ইসলাম বলেন- সরকারপন্থীরা আমাদের মেরে দমিয়ে রাখতে চাচ্ছে। আমরা এই লেখার মাধ্যমে বোঝাতে চাই, যতই মেরে ফেলা হোক আমাদের সাহস আরও দ্বিগুণ হবে। সে আরও জানায়- ১৮ জুলাই থেকে আমাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে- অনেককে প্রতিবন্ধী করা হয়েছে। নিহত আবু সাঈদের বোনের ভাষাসহ বিভিন্ন প্রতিবাদী ভাষাকে আমরা দেয়াল লিখন ও গ্রাফিতিতে তুলে ধরছি।

 

রাজাপুর সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী আরজু বলেন- আমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি- একাত্তরের ২৫ মার্চ কালরাতের গণহত্যা দেখিনি। কিন্তু এগুলো সব সময় আমাদের প্রতিবাদী চেতনার জন্ম দেয়। এবার আমরাও ইতিহাসের সাক্ষী হলাম। আমরা রক্তাক্ত জুলাই দেখেছি- চব্বিশ -২০২৪- দেখেছি। দেয়ালে- সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই। এটিও আমাদের প্রতিবাদের ভাষা।

 

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় ট্রাইমেস্টারের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, স্বাধীন ও রঙিন দেশ এই বাংলাদেশ। সেই রঙ ফিরিয়ে দিতেই গ্রাফিতি করা হচ্ছে। ২০২৪ সালে আমরা আন্দোলন করে যে অর্জনটা করেছি, সেটা দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছি। সবাই যেন স্মৃতিগুলো মনে রাখে, সে জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সাভার আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫ জন।।

বিপ্লবের মুষ্টি ছেড়ে রং তুলির আঁচড়ে দেয়াল সাজাচ্ছে রাজাপুরের শিক্ষার্থীরা।।

আপডেট সময় : 05:09:03 am, Sunday, 1 September 2024

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

   

গণঅভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন শিক্ষার্থীরা। এখন তারা দেশ মেরামতের কাজ করছেন তরুণরা। তাদের হাতেই নতুন করে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপ্লবের মুষ্টি ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং-তুলি, বাদ যাচ্ছে না ঝালকাঠিতেও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, দুর্নীতি প্রতিরোধ, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। ঝালকাঠির বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের অগোছালো দেয়ালগুলো নতুন করে সাজাচ্ছেন।

 

শনিবার বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার থানার সামনে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের এলাকায় রং-তুলির আঁচড়ে রাঙিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা স্বস্ব উদ্যোগে স্বেচ্ছাচারিতায় অংশ নেয়। কলম ধরা হাতে রং তুলির আলপনায় প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজাপুরের ভালোবাসার রাজাপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের অর্থায়নে রং তুলি কিনে তারা গ্রাফিতি ও দেয়াল লিখছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা, অন্য হাতে তুলি। শরীর বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবু চোখে-মুখে উচ্ছ্বাস তাদের।

দেখা গেছে, অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নিল, হলুদসহ নানা রঙে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি। তাদের সাহায্য করছেন অন্য শিক্ষার্থীরা, কেউ বসে নেই। শিক্ষার্থীদের এমন নান্দনিক কাজে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োঃবৃদ্ধদের।

 

বিভিন্ন রংয়ের মিশ্রণে দেয়ালে ফুটে উঠেছে প্রতীকী প্রতিবাদী বাক্যে- বল বীর চির উন্নত মম শির- কারারঐ লৌহকপাট ভেঙ্গে ফেল- মেধার বিজয় নতুন দেশ গড়ি- পূর্ব দিগন্তে সূর্য উঠেছে- ছাত্র সমাজ- বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর- কলম তরবারির চেয়েও শক্তিশালী- সংঘাত নয় সম্প্রতির বাংলাদেশ চাই- রাজনৈতিক ধর্মীয় জাতিগত সহিংসতা পরিহার করুন শান্তি সম্প্রতির বাংলাদেশ গড়ি- রেমিট্যান্স যোদ্ধা আমরা তোমাদের ভুলবো নাসহ নানা লেখা।

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বলেন- সবাই যেন ধর্মীয় দিক থেকে উগ্রমানসিকতা বাদ দেয়। যার যার ধর্ম, তাকে তার ধর্মের অধিকার নিয়ে বাঁচতে দেওয়া হোক। কোনো ধর্মের মানুষ যেন তার ধর্ম পালনে বাধাগ্রস্থ বা বিপদগ্রস্ত না হয়। এ রকম বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলেছি। আমি অনেক সন্তুষ্ট এ সব নিয়ে কাজ করতে পেরে। এ দেয়ালিকার মাধ্যমে যদি সবাই বিষয়টা বুঝতে পারে- তাতেই আমরা স্বার্থক।

 

দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে দেয়াল লিখনে বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবি ইসলাম বলেন- সরকারপন্থীরা আমাদের মেরে দমিয়ে রাখতে চাচ্ছে। আমরা এই লেখার মাধ্যমে বোঝাতে চাই, যতই মেরে ফেলা হোক আমাদের সাহস আরও দ্বিগুণ হবে। সে আরও জানায়- ১৮ জুলাই থেকে আমাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে- অনেককে প্রতিবন্ধী করা হয়েছে। নিহত আবু সাঈদের বোনের ভাষাসহ বিভিন্ন প্রতিবাদী ভাষাকে আমরা দেয়াল লিখন ও গ্রাফিতিতে তুলে ধরছি।

 

রাজাপুর সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী আরজু বলেন- আমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি- একাত্তরের ২৫ মার্চ কালরাতের গণহত্যা দেখিনি। কিন্তু এগুলো সব সময় আমাদের প্রতিবাদী চেতনার জন্ম দেয়। এবার আমরাও ইতিহাসের সাক্ষী হলাম। আমরা রক্তাক্ত জুলাই দেখেছি- চব্বিশ -২০২৪- দেখেছি। দেয়ালে- সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই। এটিও আমাদের প্রতিবাদের ভাষা।

 

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় ট্রাইমেস্টারের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, স্বাধীন ও রঙিন দেশ এই বাংলাদেশ। সেই রঙ ফিরিয়ে দিতেই গ্রাফিতি করা হচ্ছে। ২০২৪ সালে আমরা আন্দোলন করে যে অর্জনটা করেছি, সেটা দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছি। সবাই যেন স্মৃতিগুলো মনে রাখে, সে জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা।