
নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
গৃহবধু আয়শা সিদ্দিকা বন্যার হত্যাকান্ডে জড়িত থাই জুয়ারী স্বামী আবু বক্কর সিদ্দিক বাদশা, দেবর রাজা ও তাঁদের পরিবারের সদস্যদের গ্রেফতার ও ফাসি দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বন্যার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে আয়োজিত মানববন্ধনে বন্যার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় হত্যাকান্ডের শিকার বন্যার বাবা বেলাল আলী শাহ ফকির- মা আয়মা খাতুন- খালা শাহনাজ সায়রা ও চাচী নুর বানু বেগম সহ অন্যান্যরা এসময় বক্তৃতা করেন।
বক্তারা
উল্লেখ্য- গত ১১ জুলাই সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরহাট এলাকায় নিজ বাড়ি থেকে গৃহবধু আয়শা সিদ্দিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বন্যার স্বামী- ননদ ও দেবর সহ সাতজনকে আসামী করে মামলা দায়ের করা হলে বন্যার স্বামী বাদশা সহ দুইজনকে আটক করেছে পুলিশ।