তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে গিয়ে তাঁহার শারীরিক অবস্থার খোজ খবর নেন কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মরহুম নাকু ব্যাপারী পরিবারের লোকজন।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর গুলশানের বাসভবনে গিয়ে তাঁহার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মাছিমপুর গ্রামের মরহুম নাকু ব্যাপারী পরিবারের লোকজন।এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে তাঁহার সাথে কথা বলেন তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোবারক হোসেন মোবা মোল্লা- আবদুল মান্নান সরকার,মো.মোস্তাক আহমেদ সরকার প্রমুখ।এসময় সঙ্গে ছিলেন মো.আতর আলী- শাহীন সরকার- তুহিন সরকার- কুমিল্লা উত্তর জেলা যুব দলের সহ প্রচার সম্পাদক মো.নয়ন মোল্লা- শাহ আলম- মোয়াজ্জেম হোসেন- রতন মোল্লা- মো.ফয়সাল সরকার- মো.ইয়াছিন আরাফাতসহ আরও অনেক।