
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
রামগঞ্জ পৌর শহরের রাস্তাঘাট- হাঁটবাজার পরিস্কার পরিচ্ছন্নতা চলমান থাকাবস্থায় একটি অভাবনিয় উদ্যোগ গ্রহণ করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুন।
হাঁট বাজার- রাস্তাঘাট পরিস্কারের পাশাপাশি ডাস্টবিন বিতরণসহ পৌর এলাকার বাসা-বাড়ির প্রতিদিনকার বর্জ্য পরিস্কারে বে-সরকারি সংস্থা কুমিল্লা নির্মল বাংলা কোঃ লিঃ এর সাথে নাম মাত্র খরচে চুক্তিবদ্ধ হয়েছে রামগঞ্জ পৌরসভা।
এরই অংশ হিসাবে আজ রবিবার রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড রতনপুর স্টেশন মডেল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘রামগঞ্জ পৌরসভার অঙ্গীকার-নগর হবে পরিস্কার- এ অঙ্গীকারে রামগঞ্জ পৌরসভার বাসা বাড়ির বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আধূনিকায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মামুন।
পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার লাতু- পৌর বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা- পৌর স্যানেটারি ইন্সফেক্টর আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ আলম -ভিপি আলম- যুবদল নেতা কবির হোসেন কানন, ডাক্তার গৌর চন্দ্র বনিক- ডাক্তার মোশাররফ হোসেন আল মুনসুর- শিক্ষক মোঃ মহিব উল্যাহ- ব্যবসায়ী আবদুল মান্নান সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।