
মো.ইমরান হোসেন,
ড.মেঘনাদ সাহার ১৩২ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে জন্মস্হান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকায় “সেওড়াতলী ভুবনেশ্বরী উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম বকশী জানান, বর্তমানে হাই স্কুল বন্ধ রয়েছে, তারপরও কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

























