ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী’র গন্ডামারা ইউনিয়নে মোস্তফা আলী নাম এক লোককে কুপিয়ে বাম হাতের হাঁড় কেটে দ্বি-খন্ডিত করার হয়। গতকাল সন্ধ্যা ৬ টার সময় গন্ডামারা ইউনিয়ন ১নং ওয়ার্ড মনাজী পুকুরের পশ্চিম পাড় আবুল বশরের চায়ের দোকান সংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীরা জানায়- যুবদল কর্মী মোস্তফা আলীকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ’র উপরে বিভিন্ন কটাক্ষ করে কথা বললে তিনি প্রতিবাদ করে।পরে আওয়ামিলীগ এর সন্ত্রাসীরা প্রথমে তাকে চা দোকান থেকে শত শত লোকের উপস্থিততে তুলে নিয়ে এক কোপে বাম হাতের ৯৮ শতাংশ হাত কেটে ফেলেছে। পরে আহত মোস্তফা আলীর শোরচিৎকার শুনে স্থানীয় লোকজন মোস্তফা আলীকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তার হাতে অবস্থা আশংকা জনক মনে হলে কর্তব্যরতা ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গিয়েছে বলে মামলার এজাহার সূত্রে ও মোস্তফা আলীর আত্মীয় স্বজন নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সারাদেশে আওয়ামিলীগ সন্ত্রাসীরা গাঁ ঢাকা দিলেও বাঁশখালী’র গন্ডামারার দুর্ধর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন আশ্রয় প্রশ্রয়ে প্রকাশ্যে বিভিন্ন মানুষকে জিম্মি করে অর্থ আত্মসা ও ত্রাস সৃষ্টি করছে। এই বিষয়ে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
ঘটনার সততা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফাইল আহমেদ বলেন- গতকাল সন্ধায় গন্ডামারা ইউনিয়ন মোস্তফা আলী নামক একলোকের ডান হাত কেটে দিয়েছে। এই ঘটনায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।