সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনা রিপোর্টার্স ইউনিটি বিআরইউ এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ ১৩ই জুলাই -শনিবার- বরগুনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে বরগুনা-১ আসনের সংসদ জননেতা গোলাম সরোয়ার টুকু কেক কাটার মধ্যে দিয়ে বিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির শুভ সুচনা করেন।
পরে বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সাংসদ গোলাম সরোয়ার টুকু- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস- অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুল হালিম- বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সহ জনপ্রতিনিধি ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা- মফস্বল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বরগুনা রিপোর্টার্স ইউনিটির ভূমিকা তুলে ধরেন।
এখন টিভির প্রতিবেদক জিয়াদ মাহমুদ এর বর্ণাঢ্য এ সঞ্চালনায় সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান- অপ-সাংবাদিকতা রোধ ও মফস্বল সাংবাদিকতার কল্যাণে তাদের চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য- ২০১৩ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় বরগুনা রিপোর্টার্স ইউনিটি।দীর্ঘ সময় ধরে সদরের থানা পাড়া সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।