মোঃ মাসুদ রানা
মনি লক্ষ্মীপুর প্রতিনিধি।।
গত দুই দিনের টানা বৃষ্টি ও বন্যার পানিতে লক্ষ্মীপুরের মানুষ গুলো চরম বিপাকে পড়েছে। বঙ্গোপসাগরের নিন্মচাপের কারনে গত দুইদিন থেকে টানা বৃষ্টিতে পানি বেড়ে গেছে। একে তো বন্যা তার ওপর প্রবল বৃষ্টি এ যেন মরার উপর খাঁড়ার ঘাঁ।
প্রবল বৃষ্টি ও ঝরে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় গাছ উপরে পড়েছে। ঝড়ে অনেকের বশত ঘর পরে গেছে। গত দুই দিন যাবত লক্ষ্মীপুর জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নাই।কোথাও গাছ উপরে পড়েছে বৈদ্যুতিক তারের ওপর কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে আবার কোথাও বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ফলে লক্ষ্মীপুরের জনগণের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মারাত্মক ভাবে। মানুষ জন প্রকৃতির কাছে জিম্মি হয়ে পড়েছে। এ যেন নূহু -আঃ- এর প্লাবনের কাহিনী।
আশ্রয় কেন্দ্রের মানুষ গুলো দিনাতিপাত করছে অর্ধাহারে- অনাহারে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া আবদুল মন্নান- তাজুল ইসলাম- জহির হোসেন সহ অনেকেই জানান-গত ১০ দিন যাবত এ এলাকায় কোন ত্রাণ আসে না। কোন কাজ কাজকর্মও নেই। তার ওপর টানা বর্ষণ ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছি। এখন আর কেউ দেখতে আসে না। কোন রকম সরকারি সাহায্য সহযোগিতা আমরা পাইনি। বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠন গুলো আগে ত্রাণ দিয়েছে এখন আর কেউ দেয় না। একই অবস্থা দেখা গেছে মুক্তার পুর-দেবনগর-টিওরী সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র গুলোতে।বৃষ্টির কারণে মানুষ রাস্তায় বের হতে পারছে না। ঠিকমত ব্যবসা বানিজ্য- কাজকর্ম কিছুই করতে পারছে না। জীবন যেন অনেকটাই স্থবির হয়ে গেছে ও দিকে উপকূলবর্তী এলাকায় খাল ও নদীর প্রবল স্রোতে অনেকের ঘর- বাড়ি- জায়গা- জমি- বিলীন হয়ে গেছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড বার বার করেভাঙ্গনরোধে বাঁধ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। দিনের পর দিন এক অজানা আশংকায় দিনাতিপাত করছে লক্ষ্মীপুরের মানুষ গুলো।