নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে ত্রান বিতরণ করেছেন এবি ব্যাংক।
সোমবার ১৭ সেপ্টেম্বর রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্মারঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব- অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ।
রামু উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী খান, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনছারুল হক- সাবেক ছাত্রদল নেতা এডভোকেট শহিদ উল্লাহ শহিদ- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ ভুট্টোসহ রামু উপজেলা ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদল- ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন- আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাজকর্মে দেশের মানুষ অনেকটা দিশেহারা। দেশের এই ক্রান্তিলগ্নে আপামর জনসাধারণের উচিৎ নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
বন্যায় ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করেন এবি ব্যাংক। এসময় এবি ব্যাংকের কর্মকর্তাগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।