এম আবু হেনা সাগর
ঈদগাঁও -কক্সবাজার।।
ফেনী জেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে এবার খাদ্য সামগ্রী বিতরন ঈদগাঁও কজন তারুন্যের।
গতকাল ফেনী লক্ষীপুর ছাগলনায়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে -যেখানে ১০-১২ ফুট বন্যায় প্লাবিত ছিল- ১২শত প্যাকেট একদম প্রান্তিক পর্যায়ে বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক বন্যায় ফেনীসহ বিভিন্ন এলাকা পানি বন্দী হয় হাজার হাজার মানুষ। ভয়াবহ বন্যার চিত্র দেখে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাড়াঁতে মহা উদ্যােগ গ্রহণ করে ঈদগাঁওর তরুন শিল্পপতি ও উদ্যোক্তা হুমায়ুন করিম সিকদার। সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন নুরুল হুদা মাল্টিমিডিয়া ও ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন।
সেসাথে পাশে ছিলেন ঈদগাঁওর বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠনের প্রতিনিধিরা।
তাদের এই মানবিক কর্মযজ্ঞে সহায়তার হাত বাড়িয়ে দেন প্রবাসী,জনপ্রতিনিধিসহ অনেকেই।
খাদ্যসামগ্রীর মধ্য রয়েছে মুড়ি-বিস্কুট-চাল-লবন-
ডাল-তেল-পিয়াঁজ-খাবার স্যালাইন-মোমবাতি-ম্যাচ-কয়েল ও প্রয়োজনীয় ঔষধ নিয়ে ফেনীর বন্যা কবলিত পয়েন্টে অসহায় নরনারীদের হাতে ভালোবাসার উপহার হিসেবে এসব সামগ্রী তুলে দেন।
তাদের এই নান্দনিক মানবিক কর্মকাণ্ডকে সত্যি সাধুবাদ জানালেন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।