স্টাফ রিপোর্টার- ঈদগাঁও।।
কক্সবাজারে হোটেল আলহেরা থেকে ঈদগাঁওর সেলিমের লাশ উদ্ধার পরবর্তী এই ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্রই তোলপাড় চলছে। ঘটনার একদিন পর অবশেষে খুনি রহিমা বেগমকে আটক করে পুলিশকে সোপর্দ করেন এলাকাবাসী।
জানা যায়- ১৮ আগষ্ট কক্সবাজারে হোটেলে সেলিম উল্লাহকে খুন করে পালিয়ে যায় এক নারী।হোটেলের সিসি ক্যামেরায় ঐ নারীর মুখ বাঁধানো ছবি দেখা যায়। পর্যালোচনার পর পুলিশ তদন্ত করে এবং ঈদগাঁওর সেলিমের স্বজনসহ এলাকাবাসীরা সেই খুনির খোঁজখবর নিচ্ছিলেন। ১৯ আগষ্ট দুপুরের দিকে জানতে পেরে সেলিমের ঐ খুনির বাড়ি ঈদগাঁও চান্দেরঘোনা এলাকায়। রহিমা বেগম -প্রকাশ রুবি আক্তার- ।
এলাকার লোকজন বাড়ি ঘেরাও করে রাখে। পরে মাগরিবের সময় পাশ্ববর্তী এক বাড়ির টয়লেট থেকে স্থানীয়রা ঐ খুনীকে আটক পরবর্তীতে পুলিশকে সোপর্দ করেন। তাকে সদর থানায় নিয়ে যায়। এসময় স্থানীয় অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
এলাকার লোকজন রহিমা বেগমের শাস্থির জোর দাবী জানান প্রশাসনের নিকট।
স্থানীয় মেম্বার জানান, সিসি ফুটেজে শনাক্তকৃত মহিলাকে এলাকাবাসী চান্দেরঘোনা এলাকার এক বাড়ীর টয়লেট থেকে ধৃত করে পুলিশের হাতে সোর্পদ করার সত্যতা নিশ্চিত করে।