
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে সোমবার ২৭ শে জানুয়ারি, উপজেলার মডেল মসজিদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
এতে ৬ টি মাদ্রাসা থেকে ৫৫ জন ছাত্ররা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ছাত্রদেরকে ৩টি গ্রুপে বিভক্ত করা হয় ১ম,২য় ও ৩য়, ১০ পারা ২০ পারা ও ৩০ পারা প্রত্যেক গ্রুপ থেকে ৩ জন করে বিজয়ী ঘোষণা করা হয় ১ম, ২য়, ও ৩য়।
মোট বিজয়ী ৩ গ্রুপ থেকে ৯ জন। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথি, জনাব হাফেজ নোমান মানছুর
মুহতামিম, খাদেমুল ইসলাম, হাজীডাঙ্গী কওমি মাদ্রাসা, চরভদ্রাসন ফরিদপুর। উপস্থিত ছিলেন, মওলানা মোয়াজ পেশ ইমাম উপজেলা মডেল মসজিদ চরভদ্রাসন ও মোঃ কামাল হোসেন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন চরভদ্রাসন ফরিদপুর। এছাড়া বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।