মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
ফটিকছড়ি প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার -১৩ অক্টোবর- ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক’র যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফখরুল ইসলাম চৌধুরী- মো. নাজিম উদ্দীন চৌধুরী- দৌলত শওকত- সৈয়দ মোহাম্মদ মাসুদ-মো. কামাল উদ্দিন- সজল চক্রবর্তী- মো. কাউছার সিকদার- কামাল উদ্দিন চৌধুরী- মো. এমরান হোসেন ফরহাদ- সাইফুর রহমান সোহান- মো. নাছির উদ্দীন-এম জুনায়েদ- আহমেদ এরশাদ খোকন-আনোয়ার হোসেন ফরিদ- এম মোস্তফা কামরুল- মো. শাহনেওয়াজ নাজিম প্রমূখ।
সভায় ফটিকছড়ি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস মিয়াকে ফুলেল শুভেচ্ছায় দিয়ে বরণ করা হয়। এছাড়া প্রেসক্লাবের আজীবন সদস্য লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের মমতাময়ী মায়ের মৃত্যুতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক জ্ঞাপন করা হয়। সভা শেষে বার্ষিক বনভোজনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।