জাবির আহম্মেদ জিহাদ।।
জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান কালচারাল সেন্টার আয়োজিত পোয়েট্রি ফর ফিলিস্তিন- কনফারেন্সে ডাক বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম দেলোয়ার জাহান রক্তাক্ত ফিলিস্তিন শীর্ষক কবিতার জন্য পুরস্কার অর্জন করেছেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশ-বিদেশের কবি- লেখক ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মেজর জেনারেল সিদ্দিকুর রহমান- আবুল কাসেম হায়দার- ড. আ ফ ম খালিদ হোসেন- সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী- প্রফেসর ড. কাওসার মুস্তাফা আবুলউলায়ী- মজিবুর রহমান মঞ্জু- মেজর জেনারেল এহতেশামুল হক এবং মাহমুদুল হাসান নিজামীসহ অনেকে উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণ করে এস এম দেলোয়ার জাহান বলেন, “ফিলিস্তিনের মানুষের দুর্দশা আমাকে কবিতা লেখার অনুপ্রেরণা দিয়েছে। এই পুরস্কার আমার জন্য একটি বড় সম্মান।
অনুষ্ঠানে বিভিন্ন কবি তাদের কবিতা আবৃত্তি করেন এবং ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
প্রেক্ষাপট:
পোয়েট্রি ফর ফিলিস্তিন- এই কনফারেন্সের উদ্দেশ্য হল ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং কবিতার মাধ্যমে তাদের সংগ্রামকে সমর্থন করা।
এস এম দেলোয়ার জাহান- ডাক বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি বাংলা সাহিত্যে অবদান রেখেছেন।
অনুষ্ঠানের গুরুত্ব: এই অনুষ্ঠান ফিলিস্তিন ইস্যুতে সচেতনতা সৃষ্টি এবং কবিতার মাধ্যমে মানবতাবাদী মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

























