জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।
বুধবার -৪ সেপ্টেম্বর- রাত ৯টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সভা হয়।
এতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান- উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ- উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ- উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম- ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী- প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল- সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় দেশের চলমান পরিস্থিতি- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম- আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।