শাহিন ফকির।।
পিরোজপুর সদর উপজেলার ০৬ নং শারিকতলা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কুমিরমারা নলবুনিয়া ঘাট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার -৯ জানুয়ারি- বেকুটিয়া ব্রিজ সংলগ্ন কুমিরমারা আবাসন প্রকল্প মাঠ প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।শুক্রবার -১০ জানুয়ারি- রাতে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্ট এর সমাপ্তি ঘটে।
উক্ত টুর্নামেন্টের প্রতিটা ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াইয়ের শেষে ডুমরিতলা একাদশ ও বাহাদুর স্মৃতি এই দুটি দল ফাইনালে ওঠে,ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ডুমরিতলা একাদশ মাত্র ৩১ রানের টার্গেট দেয় জবাবে টানটান উত্তেজনায় শেষ পর্যন্ত বাহাদুর স্মৃতি জয়লাভ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের জয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার তুলে দেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি ও ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী,পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন তালুকদার কুমার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কুদ্দুস,পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মোঃ শওকত ফকির, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক রোমিও,শারিকতলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোনায়েম কবির,সাধারণ সম্পাদক হালিম বেপারী,পিরোজপুর জেলা সেচ্ছাসেবকদলের সমাজকল্যাণ সম্পাদক মোঃশামিম গাজী,জেলা স্বেচ্ছাসেবকদলের সহ – মানবঅধিকার বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন,ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাপ্পি,বিশিষ্ট সমাজসেবক মোঃ জুয়েল বেপারী,মোঃ জান্নাতুল ফেরদৌস সবুজ,বাংলাদেশ জাতীয় ডিজেবল ক্রিকেট দলের সদস্য শাওন সিকদার, রেজাউল করিম,মিঠু হাওলাদার,মিল্লাত বেপারী, আশরাফুল ইসলাম প্রমুখ।
অতিথির বক্তব্যে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে আমরা নতুন করে দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছি।বিগত দিনে আওয়ামী লীগের দোসরেরা যুবকদের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের দিকে নিয়ে গিয়েছিল। আমাদের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক ও ক্রীড়া মনা করতে হবে,সেজন্য সারা বাংলাদেশে বিএনপি’র ভাবপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে আমাদের এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য।
আয়োজক কমিটির প্রধান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী তার বক্তব্য বলেন আমি দুই দিনব্যাপী এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের সফলভাবে আয়োজন শেষ করতে পেরে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল ও শত শত দর্শকদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও শারিকতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,সেই সাথে আমার ০১ নং ওয়ার্ডের যুবসমাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট সফল হয়েছে।পাশাপাশি দুই আম্পায়ার কে ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য।
উক্ত টুর্নামেন্টে ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তন্ময় ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় অভি। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মেডেল এবং বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও প্রাইজমানি দেয়া হয়।
উক্ত টুর্নামেন্টে সফলতার সাথে আম্পায়ারের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ দুই আম্পায়ার মহসিন ফকির ও নাঈম।