
শাহিন ফকির।।
০৪ ডিসেম্বর পিরোজপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পিরোজপুর জেলা পুলিশের একটি চৌকস টিম। ৪ ডিসেম্বর বিকেল ৩.০০ মিনিটে সদর থানার সামনে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম এন্ড অপারেশন্স- মোঃমুকিত হাসান খাঁন।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম এন্ড অপারেশন্স- মোঃ মুকিত হাসান খাঁন ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সোবহান এর নেতৃত্বে এস আই রমিজ জাহান জুম্মা সঙ্গীয় কনঃ সাইফুল মোহাম্মদ রানা নেছারাবাদ থানার বলদিয়া ইউনিয়নের বিন্না এলাকা থেকে চোরাই যাওয়া ডিসকাভার ১২৫ সিসি মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং মোটরসাইকেল চোর চক্রের ৪ জনকে পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের বাপ্পি ওরফে সুমন রায়-৩৮-
যশোর জেলার অভয়নগর থানার ভুগুলহাট গ্রামের মুন্না মুন্সি-২৪-নেছারাবাদ উপজেলার বিন্দিয়া গ্রামের মেহেদি হাসান -৩৮-নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের কামরুল-২৪-।তারা উভয়েই আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। গত ২১ নভেম্বর ২০২৪ ইং রাত ১০.০০ টার দিকে পিরোজপুর পৌরসভাধীন জনৈক এম হাবিবুর রহমান- শহিদ বিধান সড়ক- মুসলিমপাড়া- কাজি মজিবর রহমান এর ভাড়া বাসা হইতে তার ব্যবহৃত কালো রংয়ের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তিনি থানায় অভিযোগ দায়ের করলে থানায় মামলা রুজু করে তদন্ত করতে থাকে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ জনকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে নিয়ে চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার করা হবে।আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে।