
শাহিন ফকির
এসো দেশ বদলাই,এসো পৃথিবী বদলাই, এসো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর সদর উপজেলাধীন সাতটি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশগ্রহণ করে,প্রত্যেকটি খেলায় হাড্ডাহাড্ডি লড়াই এর শেষে ৭ নং শংকরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ ও পিরোজপুর পৌরসভা ফুটবল একাদশ ফাইনালে ওঠে।
২০ জানুয়ারি সোমবার পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে বিকেল ৩.৩০ মিনিটে শক্তিশালী ৭ নং শংকরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ ও পিরোজপুর পৌরসভা ফুটবল একাদশ মুখোমুখি হয়- হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে পিরোজপুর পৌরসভা ৩-০ গোলে ৭ নং শংকরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত ফাইনাল খেলায় অতিথী হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামানড়- এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ সাফায়েত হোসেন- আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিটন খান প্রমুখ।
টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাবিল ও সর্বোচ্চ গোলদাতা আলাল।
উক্ত টুর্নামেন্টে সুন্দর ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে টুর্নামেন্ট কে আরো সুন্দর করে তোলেন পিরোজপুরের বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ আবুল হাসনাত রিপন ও মোঃ মুহিবুল্লাহ মুহিব।