
শাহিন ফকির।।
পিরোজপুরের জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অদ্য ০২-১২-২০২৪ তারিখ পিরোজপুরের ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক(নিঃ)মোঃ তরিকুল ইসলাম- এসআই-নিরস্ত্র- মিজানুর রহমান ও সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পিরোজপুরের নাজিরপুর থানাধীন মাটিভাঙ্গা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের মূল গেইটের সামনে মহাসড়কের উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মোঃ ওমর ফারুক খান-২৭- কে ০৪ -চার- কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত অবৈধ গাঁজার বাজারমূল্য আনুমানিক -৬০,০০০x৪-= ২,৪০,০০০/- দুই লক্ষ চল্লিশ হাজার- টাকা। এ সংক্রান্তে নাজিরপুর থানায় মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।