
পাবনা প্রতিনিধি।।
এক শ্রেণীর অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব- পাবনা জেলা কমিটি।
মঙ্গলবার -৩ ডিসেম্বর- বেলা ১১টায় ক্যাব কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব- পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ক্যাব নেতা ডঃ মনসুর আলম- হুমায়ুন রাশেদ- নাসরিন পারভিন মনোয়ারা পারভিন প্রমুখ।
উল্লেখ্য- স্মারকলিপিতে আট দফা দাবি উত্থাপন করা হয়। আটটি দাবির মধ্য রয়েছে- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে- নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে- বাজার অভিযান বৃদ্ধি করতে হবে- টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে-
ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে- ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে- সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে এর সংখ্যা দেড় কোটি করতে হবে-
আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল -ড্রামে- বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক- শরীফ আহমেদ-
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. জাহাঙ্গীর আলম- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাহফুজা সুলতানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।