পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে টিপু শেখ -৫৫- একজন নিহত হয়েছেন। বুধবার -১৮ সেপ্টেম্বর- রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদীর পাতিলাখালি নিজ বাড়িতে বিছানায় শোয়া অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হন।
পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার -১৯ সেপ্টেম্বর- সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত টিপু শেখ ঈশ্বরদী পৌরসভার পাতিলাখালি এলাকার মৃত রহমান শেখের ছেলে।
নিহত ভাই খোকন জানান, বেশ কিছুদিন যাবত আমার ভাই সাপ দেখতে ছিল। আমরা সবাই খোঁজাখুঁজি করেও কোন সাপ দেখতে পাইনি। গতকাল রাত্রে হঠাৎ ভাই সাপ সাপ করে চিল্লালে আমরা দুই ভাই গিয়ে সাপ দেখতে পেরে সাপকে পিটিয়ে মেরে ফেলি।
তিনি আরও বলেন- পরবর্তীতে ভাই বলতেছে আমার হাতে কেমন জানি জ্বালা করতেছে দেখতো। পরে দেখি দুইটা ছোট ছোট ছিদ্র হয়ে আছে। স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়ে দেখালে বলে যে আমার দ্বারা সম্ভব না- আপনারা রাজশাহী মেডিকেলে নেন।
পরবর্তীতে সাথে সাথে এ্যাম্বুলেন্স ভাড়া করে রাত্রিতেই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ওখানে ছয়টা ভ্যাকসিন দেওয়ার পরে সকাল সাড়ে আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত টিপু শেখকে আজ রাত নয়টার সময় ঈশ্বরদী পাতিলাখালি পারিবারিক গোরস্থানে দাফান করা হয়েছে।