পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় অবৈধ যান নছিমন ও করিমন -শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান- নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে নছিমন চালক রইজ উদ্দিন -৪০-
এবং কুষ্টিয়া কুমারখালির বাশগ্রামের বাটার আলীর ছেলে করিমন চালক হামিদুল ইসলাম -২৬-। পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়- মঙ্গলবার রাত ৯টার দিকে সাঁথিয়ার করমজা চতুরহাট থেকে গরু বোঝাই একটি নছিমন আসার পথে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের নন্দনপুর
ইউনিয়নের রাঙামাটিয়া নামক স্থানে পৌঁছালে সড়কের পাইলিং এর খুঁটির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক নছিমন চালক রইজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত আব্দুর রাজ্জাক ও সোহেল রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপরদিকে বুধবার ভোর রাতে বেড়া থেকে একটি করিমন যাত্রী নিয়ে আসার পথে পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর বাজার নামক স্থানে
নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমন চালক হামিদুল ইসলাম মারা যান। এ সময় অন্তত ৫ যাত্রী আহত হন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার জানান- মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।