পাবনা প্রতিনিধি।।
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ আরো বেশি। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন- মুদি দোকানি মাসুদ আহমেদ,ফর্মেসী মালিক আশরাফুল ইসলাম রশিদ,মোবাইল সার্ভিসিং ও বিক্রেতা রুবেল হোসেন ও সাগর হোসেন- কীটনাশক ব্যবসায়ী আবু হানিফ- মুরগীর খাদ্য ব্যবসায়ী আনিসুর রহমান ও শাহজাহান আলী- সেলুন মালিক রনি
হোসেন ও তপন দাস- কম্পিউটার ও স্টুডিও মালিক সৈকত সজিব- ইলেকট্রনিক্স দোকানী আঃ হালিম এবং ইউনানী ওষুধের দোকানী বোরহান উদ্দিন।
ব্যবসায়ীরা জানান- কিভাবে আগুনের সূত্রপাত তা রহস্যজনক। মুদি দোকানী মাসুদ আহমেদের দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পরে পুরো মার্কেটে। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।
ফায়ার সার্ভিসের চাটমোহর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান -বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা।
ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু অগ্নিকান্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,এর পেছনে অন্য কারো হাত থাকতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম বলেন,বিষয়টি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্থরা আমাদের সহযোগিতা চাইলে আইনানুগভাবে যতটুকু সহায়তা করা যায়,আমরা তা করবো।