পাবনা প্রতিনিধি।।
পাবনায় বাড়ির পাশে সড়কের পাশের দোকানে বিস্কুট কিনতে গিয়ে প্রাণ হারালো ৫ বছরের শিশু রিতা খাতুন। চলন্ত অটোভ্যানের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
দূর্ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা কিষ্টপুর গ্রামে বুধবার দুপুর ১টার দিকে। নিহত রিতা ওই গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সুত্রে জানা গেছে, রিতা বিস্কুট কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে যায়। সড়ক পার হওয়ার সময় একটি অটোভ্যান তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।