পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস -৬০- নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার -৩০ আগস্ট- দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌর সভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টসের দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান- শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল- অপরদিকে একটি সিএনজি বেড়ার সিএন্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এলেই আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।