পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিম মোল্লা -৪০- নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সেলিম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে ও ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে শুক্রবার -২৭ সেপ্টেম্বর- দুপুরে।
জানা গেছে- উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার সাথে তার ভাই সাত্তার মোল্লার র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজাম বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে থাকে। এসময় হবিবরের ছেলে সেলিম চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাঁধা দেয়।
এ সময় চাচাতো ভাই নিজাম সেলিমকে বুকে লাথি মেরে ফেলে দেয় ও বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সংঘাত এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আবুল কালাম, নিজাম উদ্দিন ও মনিরুল নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।