মোঃমাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
অতি বর্ষণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রামগঞ্জ উপজেলার বেশিরভাগ খাল থেকে দ্রুত পানি সরানো ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার বাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয় থেকে পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁধ- জাল- ও আন্টা- খড়াজালসহ বিভিন্ন সরাঞ্জম জব্দ ও বিনষ্ট করা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের সার্বিক তত্বাবধানে সহকারী কমিশনার -ভূমি- দেব্রবত দাশ এ অভিযান পরিচালনা করেন।
দুইদিন ধরে চলা এই অভিযানে পদ্মা বাজারে শাখা খাল- পানপাড়া ওয়াপদা খাল- পানপাড়া বাজার খালের অংশ- লামচর ইউনিয়নের বেড়ি বাজার সংলগ্ন খাল- রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাল- রামগঞ্জ লক্ষ্মীপুর সড়কের মঠের পোলের উপর সংযোগ খাল- বেড়িবাজার হতে ডাজ্ঞাতলী ওয়াপদা খাল থেকে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরার সরঞ্জাম ও বাঁধগুলো কেটে দেয়া হয়।
এছাড়া আইয়েনগর ও দরবেশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানির প্রবাহ সচল করতে বেশ কিছু বাঁধ কাটা হয়।
এসময় উপস্থিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম- রামগঞ্জ থানা পুলিশের সদস্যসহ রেডক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম জানান- জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান- উপজেলার কোন খালে বাঁধ দিয়ে মাছ চাষ বা বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।