এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে ২ হাজার ১৭৯ পরিবারের মাঝে টিসিবি পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল কার্ড প্রতি দেওয়া হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল রাড়ুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীম আফজাল- প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম- ইউপি সচিব সঞ্জীব ঘোষ- পিযুষ কান্তি বাপ্পি -মফিজুল ইসলাম- ইলিয়াস আলী মোড়ল- সম সোহেল উদ্দিন- আব্দুল হামিদ- আবুল হাশেম- রমজান আলী সরদার- সুমিত্রা দাশ সোনিয়া- রোজিনা বেগম- জাহানারা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও উপকারভোগীরা।