
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে হতদরিদ্র একটি পরিবারের দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার আনুমানিক রাত ৯ টার দিকে এ আগুন লাগে। জানা গেছে মোবাইলের চার্জার থেকে সুত্রপাত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জলিল দফাদারের ছেলে মাসুম দফাদার বাড়িতে।
জলিলের ছেলে মাসুমের বসত ঘরে মোবাইল চার্জার থেকে আগুন লাগে। যে আগুন এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়।
মাসুমের বাবা জলিল জানান- তিনি একজন ভ্যান ও ঘোড়ার গাড়ী চালক। তার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। যাতে তার প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।