
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছার চাঁদখালীতে ধামরাইল সমাজকল্যান সংস্থা এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ধামরাইল সমাজকল্যান সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
মোঃসিরাজুল ইসলাম সরদার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান ময়না- মাওলানা রবিউল ইসলাম- মাওলানা আজগার- মীর ওবায়দুল্লাহ- নাজমুল হুদা মিন্টু- হাতেম সরদার- সফিকুল সরদার- মীর জহির- সাইফুল- আজারুল ইসলাম- আরিফুর ইসলাম সহ নেতা কর্মী বৃন্দ।