
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জনশক্তি কর্মসংস্থান- প্রশিক্ষণ ব্যুরো- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন।
পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ -ভারপ্রাপ্ত- মোঃ সোলাইমান হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা টিটিসি’র অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মোঃ ইফতেখারুল ইসলাম শামীম- মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাক- জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা এসএম আমিনুল ইসলাম- সম্পাদক বাহারুল আলম, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আজহার আলী।
এসময়ে পলাশ শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অবঃ জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার মন্ডল- সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার- সহকারী অধ্যাপক আমান উল্লাহ- সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনাইদুর রহমান- পৌর ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফুল ইসলাম রাহমানী- সেক্রেটারি মাও:আব্দুল কাদের- প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা- আতিয়ার রহমান- সরদার আঃ মজিদ- মতিয়ার রহমান- দিপক চন্দ্র সরকার- সঞ্জয় কুমার মন্ডল-মোঃ শামছুর রহমান, মোঃ খাইরুল ইসলাম- মোঃ হাফিজুর রহমান- আঃ হামিদ- জিয়াদ আলী- শফিকুল ইসলাম- আঃ গণি সরদার- আবু সাদেক- আজিজুর রহমান- জিএম আল মামুন প্রমুখ।