
এম জালাল উদ্দীন, পাইকগাছা
পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফেশারিজ প্রজেক্ট -১ম সংশোধীত- আওতায় মাছ আহরণোত্তর পরিচর্চা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রশিক্ষক হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়- মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. কাওছার হোসেন আকন উপস্থিত ছিলেন। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে ২৫ জন জেলে অংশ গ্রহণ করেন।