
এম জালাল উদ্দীন, পাইকগাছা
বই কিনুন- বই পড়ুন- আলোকিত হোন- প্রিয়জনকে বই উপহার দিন” প্রতিপাদ্য’র আলোকে দেশব্যাপী আলোকিত মানুষ গড়া আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে পাইকগাছায় ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে পৌর সদরের স্মৃতিসৌধ চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। জানা গেছে, বইমেলায় থাকছে দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনি, কবিতা, প্রবন্ধের, নাটক, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না, ব্যায়ামবিষয়ক, কম্পিউটার ও ভাষা শেখার বইসহ দশ হাজারের বেশি বিখ্যাত বই।
সহকারী অধ্যাপক আবু সাবাহ গাজীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, সহকারী শিক্ষক মোঃ ইবাদুল ইসলাম, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সংগঠক মোঃ মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা মোঃ সোহেল সরকার, কার্য সহকারী মোঃ মাহবুব ইসলাম, কলেজ শিক্ষার্থীদের মধ্যে এম সম্রাট, শাকিব, নাফিজ সহ পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, রবিবার ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ বইমেলা চলবে।