এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
খুলনার পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’এর ৩৭ ও ৫৩ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে মডার্ন বেকারিকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর সদরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত মডার্ন বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মডার্ন বেকারির মালিক মোঃ আমিনউল্লাহ আজীজি কে দশ হাজার জরিমানা আদায় করা হয় এবং তাহাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
উক্ত অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল- পেশকার মোঃ ইব্রাহিম হোসেন- আনসার সদস্য বৃন্দ।