
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার -ভূমি- মোঃ ইফতেখারুল ইসলাম শামীম- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক- কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন- ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন- মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী- ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী- উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল- মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ- শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস- সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস- যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান- সমবায় অফিসার হুমায়ুন কবির- জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন- পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ- আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ- পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন- ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন- আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন- মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার- একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী- এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া- সাবেক সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম ও রমেন্দ্রনাথ সরকার- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।