
এম জালাল উদ্দীন, পাইকগাছা
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ করা হয়েছে। এ ঘটনায় পোনা ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের আওতায় সোমবার বিকালে উপজেলার সোলাদানা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা ১২ লক্ষ্য চিংড়ির রেনু জব্দ করা হয়।
এ ঘটনায় পোনা ব্যবসায়ী বেলাল হোসেন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, নৌ পুলিশের এস আই মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয় বলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।