
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক পাখি শিকারীকে আটক পূর্বক পাঁচ হাজার জরিমানা সহ পাখি অবমুক্তর পাশাপাশি পাখি শিকারের সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জানা গেছে- মঙ্গলবার রাতে উপজেলার বেতবুনিয়ার বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশ মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার মোঃ ফয়সাল সরদার অভিযান চালিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে মোঃ হুসাইন সরদার -৫০- নামের একজন পাখি শিকারীকে হাতে নাতে আটক করেন। এসময়ে তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স- ৪টি জাল- একটি পাখির খাঁচা ও ৯টি শিকারকৃত অতিথি পাখি পাওয়া যায়।
পরবর্তীতে বুধবার সকালে সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সরেজমিনে গিয়ে বন্যপ্রাণী -সংরক্ষণ ও নিরাপত্তা- আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি জব্দকৃত অতিথি পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হয়।
এসময় উপস্থিত সকলের সামনে সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন “বনবিবি” এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান যুগ্ম-সাধারণ সাংবাদিক এম জালাল উদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ।