এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ- স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি প্রকল্প- জিওবি- বিশ্ব ব্যাংক- এর বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের কনসালটেন্ট শামসুদ্দিন রফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তরিকুল ইসলাম- রবিউল ইসলাম- জাকির হোসেন- প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম- মোঃ আব্দুল্লাহ সরদার- জাহাঙ্গীর আলম সানা- সুকুমার কবিরাজ- পিযুষ কান্তি মন্ডল- বাবলু সরদার- ইউনুস মোড়ল- খোরশেদুজ্জামান- আব্দুল্লাহ আল মামুন ও সাঈদুর রহমান সহ সাংবাদিক বৃন্দ।