অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পলাশ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সভাপিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজে
লা ভাইস চেয়ারম্যান মো. কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে পুরষ্কার বিতরন অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নরসিংদী ২ আসনে পুনরায় নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ কে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাহিমা আক্তার।