মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব- ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ২১:৫০ ঘটিকায় সিপিসি-১- চাঁপাইনবাবগঞ্জ- র্যাব-৫- রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ডালিমবাড়ীয়া নামক স্থানে জনৈক মোঃ আফতাব উদ্দিন এর আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে- মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে ঢুকবে। সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় র্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।