
সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
পটিয়ায় তিনটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার -৫ই মার্চ- গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ তিন পরিবারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার ওবায়দুল আলম শহীদ শ্রীমাই খালের বেড়িবাঁধের কাজ শেষে বাড়ি ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। ২-৩ জন অস্ত্রধারী তার গতিরোধ করে এবং ডাকাত বলে চিৎকার করলে তাকে মারধর করে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। এরপর তার বাড়িতে ঢুকে নগদ ৫ হাজার টাকা, স্ত্রীর কানের দুল, একটি মোবাইল ফোন এবং প্লাস্টিকের ব্যাংক ভেঙে আরও প্রায় ১৫ হাজার টাকা লুট করে।
পরে একই কায়দায় ডাকাত দল প্রতিবেশী আবু তাহেরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া সামশুল আলমের বাড়িতে ঢুকে তার স্ত্রীর কানের দুল, নগদ ৫ হাজার টাকা ও একটি ম