আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সহায়তা ভিজিএফের(বিশেষ) চাল বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল ১১ টায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৮নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।
প্রধানমন্ত্রীর সহায়তা ভিজিএফের চাল পেতে শত শত অসহায় ও দুস্থ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার সাংবাদিকদের বলেন,পক্ষিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের হত দরিদ্র সুবিধা বঞ্চিত এক হাজার সাত জনের মধ্যে যাচাই-বাছাই করে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়েছে।
এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান সাধারণ জনকে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা তদারকি কর্মকর্তা হিরামন বৈদ্য,ইউপি সচিব আশরাফ উদ্দিন খান,সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।