
সাইফুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালী যুবদলের সভাপতির বিরুদ্ধে বাড়ী দখলের মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক আবদুল বাতেন।
গত ১৯মে নোয়াখালী প্রেসক্লাবে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের (জিএস সুমন) বিরুদ্ধে কুরিপাড়া বাড়ী দখলে সহযোগিতায় করা মর্মে মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল বাতেন সুজন এক লিখিত বক্তব্যে এই সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল বেগমগঞ্জের রাজনৈতিক নেতা মঞ্জুরুল আজিম সুমনের রাজনীতির সুনাম নষ্ট করার উদ্দ্যেশে কাজল রেখা প্রকাশ বাতাসিকে বাসা দখল করার প্রলোভন দেখিয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে মঞ্জুরুল আজিম সুমন ও আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে।
২০০৫ সাল থেকে কাজল রেখা প্রকাশ বাতাসি নামের একটি পরিবার এলাকায় বেগমগঞ্জের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করে। এখানে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রি, নারী ব্যবসা, জুয়ার আসর বসত এবং বিএনপি’র নেতাকর্মীদের নির্যাতন করা হতো।
২০০৯ সালের ৮ জানুয়ারি চৌমুহনী পৌরসভার ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সোলায়মান ও করিমপুরের মিঞা বাড়ির বাকের মিয়াকে এই বাড়িতে আটক রেখে নির্যাতন করা হয়। আমরা নাকি একটি ফ্ল্যাট দখলের চেষ্টা করেছি। অথচ আমি গত ১২ বছর এই মহিলার সাথে কোনো প্রকার যোগাযোগ কিংবা মোবাইলে কথাবার্তা হয় নি। মঞ্জুরুল আজিম সুমন কখনো এই মহিলার সাথে দেখাও হয় নি।