
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সাংবাদিকদের স্মরণে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিকভূঁইয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন কামালের পরিচালনায় দোয়াও মোনাজাত পরিচালনায় করেন প্রবীণ সাংবাদিক মাওলানা বোরহান উদ্দিন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখা এ দোয়া-মাহফিলের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, নোয়াখালী বারের সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আমির হোসাইন বুলবুল। কোরআন তেলোয়াতের পর পরই সাংবাদিকতা ও মরহুমদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা আলমগীর ইউছুফ, মেসবাহ-উল হক মিঠু, আমিরুল ইসলাম হারুন, নাসির উদ্দিন মাহমুদ বাদল, সাইফুল্যাহ কামরুল। ফোরামের সহ সভাপতি জহিরুল হক জহির, ফোরামের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, ফোরামের যুগ্ম সম্পাদক মনির হোসেন বাবু, আবুল কালাম আজাদ ভূ্ঁইয়া, ইকবাল হোসেন মজনু, নুরুল আলম বিপ্লব, মোতাসিম বিল্লাহ সবুজ, ইমাম উদ্দিন আজাদ, শাহাদাত বাবু, খায়রুল আলম রিপাত, নাসিম শুভ, ফোরামের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক আজিজ আহমদ সহ আরো অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমান, ফোরামের যুগ্ম সম্পাদক ইউনুস বাহার, আবদুল মোতালেব, ফোরামের অর্থ সম্পাদক মাহবুব রহমান, বোরহান উদ্দিন সদস্য, আবদুল্লাহ, জহিরুল ইসলাম , ইমাম হোসেন প্রমূখ।