
নেত্রকোণা প্রতিনিধি।।
নেত্রকোণার জেলার পূর্বধলা উপজেলায় ব্যবসায়ী আবদুল আজিজ(৫৫) খুনের রহস্য উদঘাটিত হয়েছে।
আজ বুধবার হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী নিহতের ছেলে তরিকুল ইসলাম বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওইদিন বিকেলে তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হচ্ছে বিজয় কর্মকার (১৯), তরিকুল ইসলাম রানা(২০) ও আজহার মিয়া(৩৫)
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার পূর্বধলার মানিকদি গ্রামের আবদুল আজিজ শ্যামগঞ্জ বাজারে ব্যবসা করতেন। তার ছেলে তরিকুল ইসলাম বিপ্লব অসৎ সঙ্গে পড়ে বিপধগামী হয়ে যায়। তার কয়েক বন্ধু জুটে। ওরাও সমাজে নানা অপরাধ করত। ছেলেকে বিপধ থেকে ফেরানোর জন্য বাবা আবদুল আজিজ সব সময় তার সাথে রাখতেন বিপ্লবকে। এতে সে আরও বেপরোয়া হয়ে উঠে।
গত ১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাবা ও ছেলে বাড়ি ফেরেন। বিপ্লব ফের বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলের সন্ধ্যান করতে আবদুল আজিজ মোবাইল করেন। বিপ্লব জানায় শ্যামগঞ্জ বাজারের কাছে কুতুবপুর শ্মসানের কাছে সে আছে। সেখানে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিপ্লবের কয়েক বন্ধু তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বকুল বেগম বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাত আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। আবদুল আজিজ হত্যাকান্ডের সাথে বিপ্লবের জড়িত থাকার বিষয়টি পুলিশের সন্দেহ হয়।
বুধবার সকালে শ্যামগঞ্জ বাজার থেকে নিহতের ছেলে তরিকুল ইসলাম বিপ্লবকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে ওইদিন বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। বিপ্লব বাবাকে হত্যার সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাবাকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আজহারুল ইসলাম বিপ্লবেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী তিনজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। ওরা পুলিশ হেফাজতে রয়েছে।