মো. লতিফ আহমেদ আকাশ
সুজন বিশ্বাস ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড -ডিপিডিসি- নেটওয়ার্ক অপারেশন ও কাস্টমার সার্ভিস সিদ্ধিরগঞ্জ শাখার কম্পিউটার অপারেটর কাম-কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত। এই দপ্তরে সেএকটানা ১৪ বছর ধরে রয়েছেন। ব্যাপকভাবে ঘুষ বাণিজ্যে জড়িয়েছেন এই কর্মকর্তা । তাকে ঘুষ প্রদান ছাড়া কোন ফাইল সে ওপেন করেনা বলে গুরুতর অভিযোগ রয়েছে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। সে সুবাধে তাকে কেউ একই দপ্তর থেকে একই চেয়ার থেকে সরাতে পারেনি। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরও বহাল রয়েছেন তিনি। দপ্তরের নির্বাহী প্রকৌশলী যে আসেন তাকে ম্যানেজ করেই সুজন বিশ্বাস এই দীর্ঘ সময় একই দপ্তরে রয়েছেন। ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার অনেক কর্মচারী সুজন বিশ্বাসের কাছে জিম্মি হয় আছে। যে সকল গ্রাহক বিদ্যতের জন্য নতুন আবেদন করেন সে সকল ফাইল কম্পিউটার অপারেটর কাম কোঅর্ডিনেটর সুজন বিশ্বাসের কাছে অনলাইনের জন্য পাঠানো হয়। কিন্তু ফাইল প্রতি সে ৫০০-১০০০ টাকা করে ঘুষ নিচ্ছেন খোদ নিজের দপ্তরের কর্মচারীদের কাছ থেকেও।
ভুক্তভোগী কর্মচারীরা সুজন বিশ্বাস ও নির্বাহী প্রকৌশলীর ভয়ে তাদের নাম প্রকাশ না করার শর্তে এসব অভিযোগ করেন। যারা অভিযোগ করেছেন তারা কোম্পানীর চুক্তি ভিত্তিক লোক। তাদের নাম প্রকাশ করলে তাদের চাকরী থাকবেনা বলে তারা নিরবে বছরের পর বছর ধরে ঘুষ বানিজ্যে সহ্য করছেন।
গত ২ মাস পূর্বে সিদ্ধিরগঞ্জে কর্মরত একদল সংবাদকর্মী সুজন বিশ্বাসের ঘুষ দুর্নীতির বিষয়ে নির্বাহী প্রকৌশলী অমিত সূত্রধরকে অবহিত করলে তিনি বলেন- সুজনকে দ্রুত এই দপ্তর থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন- কম্পিউটার অপারেটর সুজন বিশ্বাসকে দিয়ে নির্বাহী প্রকৌশলী বিভিন্ন অনিয়ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং সুজন যে ফাইল প্রতি ঘুষ আদায় করছেন তার সিংহভাগ নির্বাহী প্রকৌশলী অমিত সূত্রধরকে দিতে হচ্ছে যার কারণে সুজন বিশ্বাসের বিরুদ্ধে কোন ব্যবসআ গ্রহন করতে পারবেনা।
অভিযোগের ব্যাপারে সুজন বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলবেন না বলে জানান- নির্বাহী প্রকৌশলী অমিত সূত্র ধর এর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘুষ দুর্নীৃিতর বিষয়ে কৌশলে এড়িয়ে বলেন কত লোকে কত কথাই বলবে। সুজন বিশ্বাসের বিষয়ে বলেন- ম্যানেজমেন্টই ভাল জানেন কে কোথায় কত বছর রয়েছেন।
গোপালগঞ্জের দম্ভোক্তি দিয়ে সুজন বিশ্বাস একই দপ্তরে একই চেয়ারে দীর্ঘ ১৪ বছর ধরে থেকে ঘুষ বানিজ্য করছেন এ বিষয়ে ঢাকা পাওয়ার সি্িট্রবিউশন কোম্পানীর লিমিটেড -ডিপিডিসি- এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ আব্দুহ নোমান বলেন, ১৪ বছর ধরে এক ব্যক্তি একই দপ্তরে নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে ম্যানেজমেন্টেকে জানায়নি- তবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন