পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের তিনদন পর লিচু গাছ থেকে সাব্বির আহমেদ শুভ – ২৭- নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ ঈশ্বরদী শহরের আলহাজ্ব ক্যাম্প গোরস্তানপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ।
নিহতের ভাই মাসুদ মিয়া, বোন ওম্মে মেহেনাজ জানান, বিএ পাশ করে বেকার অবস্থায় বেশ কয়েক বছর ধরে বাড়িতে বসে ছিল শুভ। কর্মসংস্থানের চেষ্টা করছিল। আর্থিক সংকট নিয়ে বেশ হতাশায় ভুগতেছিল। গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয় শুভ।
মঙ্গলবার দুপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে হর্টিকালচার সেন্টারের শ্রমিকরা দেখতে পায় লিচু গাছে, গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে এক যুবক। পরে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার -অর্থ ও প্রশাসন- মাসুদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কৃমার গোস্বামী বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়াও তার পরিবার কাছ থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ -ওসি- মো: রফিকুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।