
নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান করা হয়েছে।
সোমবার (৩রা অক্টোবর ) নৌ থানা পুলিশের সহযোগীতায় স্পিড বোট ও ট্রলার দিয়ে এ অভিযান করেন সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার।
তিনি বলেন, মেঘনা নদীতে পোনা মাছের অবাদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে এ অভিযান করা হয়েছে। এসময় মোট ৫টি অবৈধ ঘের উচ্ছেদ করা হয় ।
তিনি আরো বলেন,আগামীতে সকল অবৈধ ঘের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে যারা নদীতে ঘের নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সময় ও জনবলের অভাবে এ অভিযান মাত্র ৩ ঘন্টা পরে সমাপ্তি করা হয়।