
গত (৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
একজনের নাম শুক্কুর আলী (৫০) অপরজন মোঃ দিদার মিয়া (৪০)। দুজনে সুনামগঞ্জ জেলার শাল্লা থানার কামারগাও গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতরা নেত্রকোনা এবং কিশোরগঞ্জের ত্রাস লাল পতাকা,পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও সর্বহারা চরমপন্থী দলের সদস্য।
এ বিষয়ে (৫ অক্টোবর) র্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং করেন।
ব্রিফিং এ বলেন,২০১১ সালে সর্বহারা পার্টির চরমপন্থী নেতা শুক্কুর আলী ও তার দল নেত্রকোনারা আদমপুরে একটি বাড়িতে ডাকাতি করে। এসময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবাণ মালামাল লুট করে। ডাকাতি কালে বাঁধা দেওয়ায় মনোরঞ্জন সরকারের পুত্রকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে শুক্কুর মিয়া। গ্রেফতারকৃত অপর আসামী দিদার উক্ত হত্যাকান্ডে তার চাচা শুক্কুর আলীকে হত্যা করতে সহযোগিতা করেন।
পরে নিহতর পরিবার খুন ও ডাকাতির ঘটনায় নেত্রকোনা থানার ৩৯৬ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে আসামীদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
তিনি আরো বলেন,আসামী শুক্কুর আলীর নামে হত্যা মামলা সহ তিনটি ও দিদার মিয়ার নামে হত্যা ও ডাকাতিসহ ১০ মামলা রয়েছে। আসামীরা নারায়ণগঞ্জে আত্মগোপনে থেকে মাছের ব্যবসা করতেন।