
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বহুল আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ারা আক্তার শাহিদা (৪২)কে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ২০০৮ সালে কিশোরগঞ্জ জেলার মাধবদী থানা এলাকায় রাফি নামে ২ বছরের একটি শিশু অপহরন হয়। অপহরণের পর পুলিশ অপহৃত শিশুটি উদ্ধারসহ শাহিদা নামে একজনকে আটক করে। নারী ও শিশু মামলায় ৪ মাস জেলে থাকার পর আসামী শাহিদা জামিনে মুক্তি পান। দীর্ঘদিন তিনি আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকেন। প্রমানাদির ভিত্তিতে মহামান্য আদালত তাকে শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ৫০,০০০/- টাকা জরিমানা করেন।
তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কাটা দীঘির পাড়ার মৃত আঃ গনির মেয়ে।
র্যাব ৩ এর কম্পানী কমান্ডার ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। আসামী খুব চতুর তিনি ছদ্মবেশে এই এলাকায় দীর্ঘদিন ধরে আত্নগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরন করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।